• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সূচকের পতনে কমেছে লেনদেনও


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২১, ০৩:০১ পিএম
সূচকের পতনে কমেছে লেনদেনও

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম কার্যদিবসে সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি এদিন গত কার্যদিবসের থেকে লেনদেন কমেছে ৯২ কোটি ১৬ লাখ ২ হাজার টাকা। তবে এদিন শেয়ার দর ও ইউনিট বেড়েছে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ডিএসই’র ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসই'র ব্রড ইনডেক্স এদিন ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ২১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ২০ পয়েন্টে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীণশর্ট

এদিন লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত আছে ১৩২টির। 

টাকার অঙ্কে আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ২৩ লাখ ৪৯ হাজার টাকা। এর আগে গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিলো ৫৮০ কোটি ৩৯ লাখ ৫১ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!