• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার দিবে বিএসইসি


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২১, ০৬:২৩ পিএম
সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার দিবে বিএসইসি

ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারের মধ্যস্থতাকারী সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার দিবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বৃহস্পতিবার (২৫ মার্চ) ৭৬৭তম নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, শেয়ারবাজারে নিযুক্ত বিভিন্ন সেরা বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও শেয়ারবাজারের উন্নয়নে গত ১ বছরে সেরা দায়িত্ব পালন করা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। কমিশন বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করে সেরাদের নির্বাচন করবে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!