• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

৮ মাস পর সর্বনিম্ন লেনদেন ডিএসইতে


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২১, ০৩:৪৮ পিএম
৮ মাস পর সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে স্টক এক্সচেঞ্জটিতে।

রোববার (২৮ মার্চ) ডিএসইর ওয়েবসাইট থেকে এ চিত্র দেখা গেছে। এদিন লেনদেন হওয়ার বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

জানা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স আজ ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক শূণ্য দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২ পয়েন্টে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

এদিন লেনদেন হওয়া ৩৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, দর কমেছে ৮৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩২ টির।

আলোচ্য দিনটিতে টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮২ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার টাকা। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত বছরের ২৬ জুলাই ডিএসইতে ৩৭১ কোটি ৫৫ লাখ ৪১ হাজার টাকা লেনদেন হয়েছিলো। এরপর আজ ৮ মাস পর সর্বনিম্ন লেনদেন দেখলো স্টক একচেঞ্জটি।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!