• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

রমজানে ৯ ধরনের ভোগ্যপণ্য আমদানিতে ছাড়


নিজস্ব প্রতিবেদক  মার্চ ২৯, ২০২১, ০২:৪৬ পিএম
রমজানে ৯ ধরনের ভোগ্যপণ্য আমদানিতে ছাড়

ঢাকা : আসন্ন রমজান মাসে ৯ ধরনের ভোগ্যপণ্য আমদানিতে ঋণপত্র বা লেটার অব ক্রেডিট (এলসি) খোলার ক্ষেত্রে মার্জিন বা নগদ জমার হার ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানা যায়।

ভোগ্যপণ্যগুলো হচ্ছে- ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুর, ডাল, মটর, মসলা এবং অন্যান্য ফলমূল। আগামী ১৫ মে পর্যন্ত মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ব্যাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নিদের্শনা জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। 

বর্তমানে ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা গত বছরের ১ এপ্রিল কার্যকর হয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের ভোগ্যপণ্য আমদানিতেও সুদ হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!