ঢাকা: মহামারি করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জেও (ডিএসই)। সপ্তাহের প্রথম কার্যদিবসেই এক্সচেঞ্জটি প্রধান সূচক হারিয়েছে ১৮১ পয়েন্ট। এছাড়া অন্যান্য সূচকগুলোও ব্যাপক হারে কমেছে।
রোববার (৪ এপ্রিল) ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।
জানা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স এদিন ১৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৭টির, দর কমেছে ১৫১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৬টির।
আলোচ্য দিনটিতে টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ৫শ’ ২১ কোটি ১৭ লাখ ২৬ হাজার টাকা।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :