• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

বিজিএমইএ’র নতুন সভাপতি হচ্ছেন ফারুক হাসান


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২১, ১২:১৬ পিএম
বিজিএমইএ’র নতুন সভাপতি হচ্ছেন ফারুক হাসান

ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও মালিক সমিতির (বিজিএমইএ) দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচনে সম্মিলিত পরিষদ থেকে সর্বাধিক ১২০৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হচ্ছেন ফারুক হাসান। নির্বাচনে বিজয়ী পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন। সে হিসাবে আগামীর বিজিএমইএ সভাপতি হচ্ছেন ফারুক হাসান। আগামী ২০ এপ্রিল নতুন কমিটি দায়িত্ব নেবে।

রোববার (৪ এপ্রিল) রাজধানীর হোটেল রেডিসন ও বিজিএমইএ’র চট্টগ্রাম অফিসে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টায় পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১২টার দিকে বিজিএমইএ নির্বাচনী পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ঢাকায় ১ হাজার ৮৫৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬০৪ জন। অন্যদিকে চট্টগ্রাম কেন্দ্রে ৪৬১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৯২ জন। অর্থাৎ গড়ে ৮৬ শতাংশ ভোট পড়েছে। 

ঢাকা-চট্টগ্রাম মিলিয়ে সম্মিলিত পরিষদের বিজয়ী হয়েছেন মোট ২৪ জন। আর ফোরাম থেকে নির্বাচিত হয়েছেন ১১ জন প্রার্থী। 

সম্মিলিত পরিষদের ঢাকার বিজয়ী প্রার্থীরা হলেন- প্যানেল লিডার জায়ান্ট টেক্সটাইলের ফারুক হাসান, সেহা ডিজাইনের এস এম মান্নান কচি, তুসুকা ফ্যাশন্সের আরশাদ জামাল দিপু, ক্লাসিক ফ্যাশনসের শহীদউল্লাহ আজিম, এনভয় ডিজাইনের শিরিন সালাম ঐশী, উর্মি গার্মেন্টের আসিফ আশরাফ, মহিউদ্দিন রুবেল, এনভয় ফ্যাশন্সের তানভীর আহমেদ, নিপা ফ্যাশন্সের মো. খসরু চৌধুরী,  ব্রাদার্স ফ্যাশন্সের আবদুল্লাহহিল রাকিব, টিআরজেড গার্মেন্টের হারুন অর রশীদ, ইয়াং ফরেভারের রাজীব চৌধুরী, মিসামি গার্মেন্টের মিরান আলী, ডিজাইন টেক্সট নিটওয়্য্যারের খন্দকার রফিকুল ইসলাম, লায়লা স্টাইলের ইমরানুর রহমান, সাদমা ফ্যাশন্স ওয়্যারের নাছির উদ্দিন, ভিনটেজ ডেনিমের সাজ্জাদুর রহমান মৃধা শিপন।

ফোরামের ঢাকার বিজয়ী প্রার্থীরা হলেন

এমজি শার্টেক্সের ড. রুবানা হক, রাইজিট অ্যাপারেলসের মাহমুদ হাসান খান বাবু, দুলাল ব্রাদার্সের এম এ রহিম ফিরোজ, কেইলক নিউএজ বাংলাদেশের আসিফ ইব্রাহিম, সুরমা গার্মেন্টের ফয়সাল সামাদ, এমজি নিট ফ্লেয়ারের নাভিদুল হক, দেশ গার্মেন্টের ভিদিয়া অমৃত খান, অনন্ত গার্মেন্টের এনামুল হক খান বাবু, ফেব্রিকা নিট কমপোজিটের মিজানুর রহমান।

চট্টগ্রাম সম্মিলিত পরিষদের ছয় বিজয়ী হলেন

এএসআর অ্যাপারেলের এ. এম শফিউল করিম খোকন, ফোর এইচ অ্যাপারেলের মো. হাসান জেকি, লেগেসি ফ্যাশন্সের তানভীর হাবিব, অ্যামেকো ফেব্রিক্সের এম আহসানুল হক, এইচকেসি অ্যাপারেলের রকিবুল আলম চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, 

ফোরামের বিজয়ী তিনজন হলেন

ক্লিপটন অ্যাপারেলসের এম মহিউদ্দিন চৌধুরী, চিটাগং এশিয়ান অ্যাপারেলসের মোহাম্মদ আবদুস সালাম ও অ্যারিয়ন ড্রেসের মোহাম্মদ আতিক।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!