• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সূচকের বড় উত্থানে লকডাউনের ২য় দিনের লেনদেন শেষ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২১, ০১:১৫ পিএম
সূচকের বড় উত্থানে লকডাউনের ২য় দিনের লেনদেন শেষ

ফাইল ছবি

ঢাকা: সারাদেশে ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। এদিকে লকডাউনের জন্য শেয়ারবাজারে লেনদেনের সময়ও আড়াই ঘন্টা কমিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে। সল্প সময়ের লেনদেনের দ্বিতীয় দিনেও আজ সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। 

এর আগে লকডাউনের প্রথম দিন সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়। টানা দুই কার্যদিবস পতনে লেনদেন শেষ হয়ে লকডউনে এসে সূচকের ঊর্ধ্বমূখী অবস্থানে ফিরলো শেয়ারবাজার।

দেশের প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর। 

মঙ্গলবার (৬ এপ্রিল) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে এমন চিত্র দেখা যায়।

দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স এদিন ১০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৮ পয়েন্টে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীণশর্ট

এদিন লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪০টির, দর কমেছে ১৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯১টির। 

আলোচ্য দিনটিতে টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৮ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!