• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

৩ কার্যদিবস পর সূচকের পতনে লেনদেন চলছে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২১, ১০:৫৬ এএম
৩ কার্যদিবস পর সূচকের পতনে লেনদেন চলছে

ফাইল ছবি

ঢাকা: সারাদেশে ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত লকডাউন চলছে। এদিকে লকডাউনের জন্য শেয়ারবাজারে লেনদেনের সময়ও আড়াই ঘন্টা কমিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে। সল্প সময়ের লেনদেনের চতুর্থ দিনে এসে আজ সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন চলছে। 

এর আগে লকডাউনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন সূচকের উত্থানে লেনদেন শেষ হয়। টানা তিন কার্যদিবস পর সূচকের পতনে লেনদেন গড়াচ্ছে আজ।

দেশের প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন বেলা ১০টা ৪০ মিনিট পর্যন্ত  সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দরও। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে অর্ধঘন্টার কিছু বেশি সময়ে ডিএসইতে এমন চিত্র দেখা যায়।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীণশর্ট

দেখা যায়, ডিএসই’র ব্রড ইনডেক্স এসময় ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯শ’ ৯৫ পয়েন্টে।

এসময় লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, দর কমেছে ২৩৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯টির। 

আলোচ্য সময়ে টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৫ কোটি ৬২ লাখ ৪৮ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ 

Wordbridge School
Link copied!