ঢাকা: সারাদেশে ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত লকডাউন চলছে। এদিকে লকডাউনের জন্য শেয়ারবাজারে লেনদেনের সময়ও আড়াই ঘন্টা কমিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে। সল্প সময়ের লেনদেনের চতুর্থ দিনে এসে আজ সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।
এর আগে লকডাউনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন সূচকের উত্থানে লেনদেন শেষ হয়। টানা তিন কার্যদিবস পর আজ সূচকের বড় পতনে লেনদেন শেষ হলো।
দেশের প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দরও।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইতে এমন চিত্র দেখা যায়।
দেখা যায়, ডিএসই’র ব্রড ইনডেক্স এসময় ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯শ’ ৯০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, দর কমেছে ২৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
আলোচ্য দিনটিতে টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ৪শ’ ৭৫ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার টাকা।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :