• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সর্বাত্মক লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চললে শেয়ারবাজারও চলবে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২১, ০১:২৪ পিএম
সর্বাত্মক লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চললে শেয়ারবাজারও চলবে

ফাইল ছবি

ঢাকা: কোভিড-১৯ মহামারীকাল সহ সর্বাত্মক লকডাউন চলাকালীন সময়েও ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারবাজারের সকল লেনদেন যথাবিহিত অব্যাহতভাবে চালু থাকবে।

শনিবার (১০ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম গণমাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন দেওয়ার কথা চিন্তা করছে সরকার।

ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!