• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

লকডাউনে দ্বিগুণ টাকা তোলা যাবে এটিএম বুথে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২১, ১০:১৭ এএম
লকডাউনে দ্বিগুণ টাকা তোলা যাবে এটিএম বুথে

ফাইল ছবি

ঢাকা : জনগণের অতি জরুরি প্রয়োজন ও অত্যাবশকীয় জরুরি পরিসেবা প্রাপ্তির জন্য আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে গ্রাহকরা সর্বোচ্চ এক লাখ পর্যন্ত তুলতে পারবেন।

সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট) মো. মেজবাউল হক স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

জনসাধারণের দৈনন্দিন নগদ অর্থের সরবরাহ নিশ্চিতকল্পে এটিএম, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা যাচ্ছে-

১. সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকলীন সাধারণ জনগণের চাহিদা মোতাবেক নগদ অর্থের সরবরাহ নিশ্চিতকরণের জন্য এটিএমসমূহ সচল ও তাতে পর্যাপ্ত অর্থ সরবরাহের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে এটিএম-এ টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমার ন্যূনতম পরিমাণ হবে এক লাখ টাকা। এছাড়া অন-ইউএস এবং অফ-ইউএস উভয়ক্ষেত্রে টাকা উত্তোলনের একক লেনদেনের ন্যূনতম পরিমাণ একই হবে।

২. অনুমোদিত এলাকায় অন্যান্য নিত্যপ্রয়োজনীয় অত্যাবশকীয় পণ্য/সেবার সাথে পরিচালিত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে সেবা প্রদান ও নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করবে।

৩. অনুমোদিত জরুরি সেবাসমূহ প্রাপ্তির জন্য লেনদেনের মাধ্যম হিসাবে প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে।

৪. সকল সেবা প্রদানের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে। এ নির্দেশনা ১৪ এপ্রিল হতে কার্যকর হবে।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!