• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পূবালী ব্যাংকের তিন কর্মকর্তার পদোন্নতি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৪, ২০২১, ০২:৩১ পিএম
পূবালী ব্যাংকের তিন কর্মকর্তার পদোন্নতি

ফাইল ছবি

ঢাকা: সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহিদ আহসান, মোহাম্মদ ইছা ও মোহাম্মদ শাহাদাত হোসেন। ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের এ নিয়োগ প্রদান করে।

ডিএমডি পদে নিয়োগ পাওয়ার আগে জাহিদ আহসান ব্যাংকের বোর্ড ডিভিশনের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিগ্রি এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৮৮ সালে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। মোহাম্মদ ইছা এর আগে ব্যাংকের ক্রেডিট ডিভিশনের জেনারেল ম্যানেজার হিসেবে হেড অব আরএমজি, সিএমএসএমই ও কৃষি ঋণ ইউনিটে কর্মরত ছিলেন। 

তিনি ১৯৯৭ সালে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। মোহাম্মদ শাহাদাত হোসেন এরআগে ব্যাংকের আন্তর্জাতিক ও ট্রেজারি বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৭ সালে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন।

সোনালীনিউজ/আরএইচ
 

Wordbridge School
Link copied!