• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শেয়ারবাজার খোলা থাকবে ২টা পর্যন্ত


ক্রিড়া ডেস্ক এপ্রিল ১৫, ২০২১, ১০:৪৫ এএম
শেয়ারবাজার খোলা থাকবে ২টা পর্যন্ত

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধের মধ্যে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের দপ্তর সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সকাল সাড়ে ৯টা থেকে ২টা পর্যন্ত খোলা রাখা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য পুঁজিবাজার সংশ্লিষ্টদের লকডাউনের আওতামুক্ত রাখতে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)-কে চিঠি দিয়েছে সংস্থাটি।

তবে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে৷ যথারীতি প্রি-ওপেনিং সেশন বন্ধ থাকবে৷ তবে ১৫ মিনিট পোষ্ট কোজিং সেশন চালু থাকবে৷

বুধবার (১৪ এপ্রিল) বিএসইসির যুগ্ম-পরিচালক মো. কাওসার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। 

করোনাভাইরাস সংক্রমন রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধের মধ্যে বিনিয়োগকারীগণের স্বার্থে পুজিবাজারের উন্নয়নের জন্য যথাযথ কৃর্তপক্ষের আদেশক্রমে নিম্নোক্ত নির্দেশনা জারি করা হলো- 

> উপোরোক্ত বিধি-নিষেধ চলাকালিন সময়ে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীয় শেয়ারবারের লেনদেন এবং আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শেয়ারবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের শাখা ও প্রধান কার্যালয় খোলা রাখতে হবে;

> স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক সীমিত লোকবল দ্বারা পুজিবাজারের লেনদেন সংক্রান্ত সেবা নিশ্চিত করতে হবে;

> সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য সকল নির্দেশনা মেনে চলতে হবে।

এপ্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম জানান, ব্যাংক খোলা থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারবারও খোলা থাকবে। 

এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক নতুন এক প্রজ্ঞাপনে লকডাউন ও রমজান মাস উপলক্ষ্যে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়।

সোনালীনিউজ/এমএইচ/আরএইচ
 

Wordbridge School
Link copied!