• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

দর বৃদ্ধির কারণ জানেনা তিন কোম্পানি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৮, ২০২১, ০১:১১ পিএম
দর বৃদ্ধির কারণ জানেনা তিন কোম্পানি

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল, দেশ গার্মেন্টস ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি তিনটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। 

রোববার (১৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি তিনটির  সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১৩ এপ্রিল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি তিনটি  জানায় শেয়ার দর বাড়ার পেছনে কোনো ব্যবসা সংক্রান্ত ও লাভজনক অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৯ মার্চ দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ১৫ টাকা। ১৫ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ৩৩ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

অন্যদিকে ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৪ এপ্রিল ১৭ টাকা ৫০ পয়সা ছিল। ১৫ এপ্রিল ২৫ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।
গত ৪ এপ্রিল এমারেল্ড অয়েলের শেয়ারের দর ছিল ১৩.২০ টাকায়। আর ১৫ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৮.৩০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা বা ৩৯ শতাংশ বেড়েছে। 

সোনালীনিউজ/এলএ

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!