• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ডিএসইর প্রি-ওপেনিং সেশন চালু হচ্ছে বৃহস্পতিবার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২১, ২০২১, ০৭:৫৮ পিএম
ডিএসইর প্রি-ওপেনিং সেশন চালু হচ্ছে বৃহস্পতিবার

ফাইল ছবি

ঢাকা: সর্বাত্মক কঠোর বিধি নিষেধের কারণে বিনিয়োগকারীরা ঘরে থাকায় মোবাইল অ্যাপের ওপর নির্ভরতা আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বৃহস্পতিবার থেকে ফের প্রি-ওপেনিং সেশন চালু করা হচ্ছে।

বুধবার (২১ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম।   

প্রি-ওপেনিং সেশন চালুর বিষয়ে তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভার বিভ্রাট ও মোবাইল অ্যাপে লেনদেনের ভোগান্তি দূর করতেই এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিনিয়োগকারীরা বৃহস্পতিবার থেকে ডিএসইতে লেনদেন শুরুর ১৫ মিনিট আগেই ক্রয়-বিক্রয়ের আদেশ দিতে পারবেন। 

এদিকে মোবাইল অ্যাপে লেনদেনে ভোগান্তি এড়াতে সকাল ১০টার মধ্যে লগইন করতে বিনিয়োগকারীদের প্রতি আনুরোধ জানিয়ে নিজেদের ওয়েবসাইটে নোটিশ দিয়েছে ডিএসই বিষয়টি নিশ্চিত করেন ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

মো. শফিকুর রহমান বলেন, দিনের শুরুতে হাজারো বিনিয়োগকারী এক সাথে লগইন করায় বাড়তি চাপ তৈরি হচ্ছে ডিএসইর ট্রেডিং সার্ভার ও মোবাইল অ্যাপে। লকডাইনের কারণে বিনিয়োগকারীরা ঘরে থাকায় মোবাইল অ্যাপের ওপর নির্ভরতাও আগের চেয়ে বেড়েছে। তাই ফের প্রি-ওপেনিং সেশন চালু করা হচ্ছে।

সোনালীনিউজ/আরএইচ/এমএইচ

Wordbridge School
Link copied!