• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

১২টা পর্যন্তই চলবে শেয়ারবাজারের লেনদেন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২১, ০৪:১৭ পিএম
১২টা পর্যন্তই চলবে শেয়ারবাজারের লেনদেন

ফাইল ছবি

ঢাকা: জনস্বার্থে জীবন-জীবিকার প্রয়োজনে আজ থেকে  খুলে দেয়া হয়েছে দোকান ও শপিংমল। তবে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন সকাল ১০ থেকে সাড়ে ১২টা পর্যন্তই চলবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, দ্বিতীয় দফা সরকার ঘোষিত ২১-২৮ এপ্রিল দেশব্যাপী কঠোর বিধি নিষেধ চলছে। এই সময়ে সীমিত আকারে খোলা থাকবে ব্যাংকিং কার্যক্রম। এরই আলোকে ব্যাংকের লেনদেনের সময়ের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

গত ২০ এপ্রিল মঙ্গলবার কঠোর লকডাউনের সময় ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর পরই সীমিতি পরিসিরে ব্যাংকিং সব ধরণের কার্যক্রম আগামী ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই সময়ে ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!