ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মিশ্র প্রবণতার মধ্যেও লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর আগে গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসও ডিএসইতে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছিলো।
সোমবার (২৬ এপ্রিল) ডিএসইএ’র ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা যায়।
জানা গেছে, ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৫ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির, শেয়ার দর কমেছে ১৯১টির এবং ৬০টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত আছে।
আজ ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৯১ কোটি ৭০ লাখ ২১ হাজার টাকা। গত কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ ২৪ হাজার টাকা।
সোনালীনিউজ/আরএইচ/এমএইচ
আপনার মতামত লিখুন :