• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

প্রথম ঘন্টায় লেনদেন ছাড়াল ৬শ‍‍` কোটি


নিজস্ব প্রতিবেদক মে ৪, ২০২১, ১১:১২ এএম
প্রথম ঘন্টায় লেনদেন ছাড়াল ৬শ‍‍` কোটি

প্রতিনিধি

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কাযদিবসেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। 

মঙ্গলবার (৪ মে) ডিএসইর ওয়েব সাইট থেকে এতথ্য জানা গেছে।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৫৫২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১২৪৯ ও ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১১৮ তে।

আলোচ্য সময়ে লেনদেন হওয়া ৩৩৯ কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৪টি, কমেছে ১৩২টি আর অপরিবর্তিত রয়েছে ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের। এ সময়ের মধ্যে ৬১৪ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!