• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

ডিএসইতে আজও হাজার কোটি টাকার লেনদেন


নিজস্ব প্রতিবেদক মে ৯, ২০২১, ০২:৩১ পিএম
ডিএসইতে আজও হাজার কোটি টাকার লেনদেন

ঢাকা : ঈদের আগে আর বাকি মাত্র দুই কার্যদিবস। এদিকে সপ্তাহরে প্রথম কার্যদিবসে আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊধ্বমুখি প্রবণতায় লেনদেন আজও ১ হাজার ৩’শ কোটি টাকার বেশি হয়েছে।

রোববার (৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৫ পয়েন্টে। ডিএসই'র অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক শূন্য দশমিক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক   পয়েন্ট বেড়ে ২৮ দাঁড়িয়েছে ২ হাজার ১৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৩৫৩ কোটি ৩ লাখ ৯৩ হাজার টাকা।

ডিএসইতে ৩৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৬টির, শেয়ার দর কমেছে ১২৬টির এবং ৬৩টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!