• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

এক্সিম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক মে ৯, ২০২১, ০৭:০৮ পিএম
এক্সিম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও আড়াই শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ১ টাকা ৭৯ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!