• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আখাউড়া স্থলবন্দর টানা ৪ দিন বন্ধ


নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২১, ০৬:০৮ পিএম
আখাউড়া স্থলবন্দর টানা ৪ দিন বন্ধ

ফাইল ফটো

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে ৪ দিনের ছুটি ঘোষণা করেছ আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ। এর ফলে আগামী ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে ভারতে সবধরনের পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (১০ মে) আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র এই তথ্য জানা গেছে।

ভারত থেকে পণ্য আমদানি না হওয়ায় আখাউড়া স্থলবন্দরটিকে দেশের শতভাগ রপ্তানিমুখী স্থলবন্দর হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন এ বন্দর দিয়ে কয়েক লাখ মার্কিন ডলার মূল্যের মাছ, রড, সিমেন্ট, কয়লা, ভোজ্য তেল, তুলা ও ফলমূলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। রপ্তানিকৃত এসব পণ্য দেশটির উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হয়।

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিককারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে ৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও জানিয়ে দেয়া হয়েছে। ঈদের ছুটি শেষে ১৭ মে থেকে পণ্য রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

সোনালীনিউজ/এইচএস/এমএইচ

Wordbridge School
Link copied!