• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

৮ কার্যদিবস পরে সূচকের পতন, বেড়েছে লেনদেন


নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০২১, ০১:৫১ পিএম
৮ কার্যদিবস পরে সূচকের পতন, বেড়েছে লেনদেন

ফাইল ফটো

ঢাকা: ঈদুল ফিতরের পূর্বে ছয় কার্যদিবস এবং পরে দুই কার্যদিবস সূচকের উত্থানে লেনদেন গড়ালেও টানা আট কার্যদিবস পরে আজ সূচকে পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জ- ডিএসইতে। তবে এদিন সূচকের পতন হলেও বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান।

মঙ্গলবার (১৮ মে) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৯ পয়েন্টে। ডিএসই'র অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩ পয়েন্ট কমে ১ হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।

ডিএসই’র ওয়েবসাই থেকে স্কীনশর্ট

আলোচ্য দিনটিতে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৭শ’ ১৩ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার টাকা। গত কর্যদিবস সোমবার এ লেনদেন হয়েছিলো ১ হাজার ৫শ’ ৩৩ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা। 

এদিন ডিএসইতে ৩৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির, শেয়ার দর কমেছে ২১৫টির এবং ৪৭টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!