• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ডিবিএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০২১, ০৫:৩৫ পিএম
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ডিবিএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। 

বুধবার (১৯ মে) ডিবিএর পাঠানো এক লিখিত বার্তায় এই তথ্য জানানো হয়। 

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবিএ’র পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বিএসইসির চেয়ারম্যানের সাথে তাঁর কার্যালয়ে এই সাক্ষাৎ করেন। এ সময় দু’পক্ষের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ডিবিএ প্রতিনিধিদল বিএসইসি’র চেয়ারম্যানকে কমিশনে তাঁর কার্যকালের ১ম বর্ষ অতিক্রমের জন্য এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এবং সকল সদস্যদের (স্টক ব্রোকার) পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!