• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে এসিআই’র


নিজস্ব প্রতিবেদক মে ২৫, ২০২১, ০৩:১১ পিএম
তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে এসিআই’র

ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড চলতি ২০২০-২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-মার্চ) নয় মাসে কর-পরবর্তী সমন্বিত মুনাফা বেড়েছে। 

কোম্পানিটির তৃতীয় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১ হাজার ৯৫৯ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ১ হাজার ৮৪০ কোটি ৫৫ লাখ ৪২ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ১১৮ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার টাকা বা ৬ দশমিক ৪৪ শতাংশ। 

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২ লাখ ৩৩ হাজার টাকা, যেখানে আগের বছর একই সময় লোকসান হয়েছিল ৩৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটি আলোচ্য সময়ে লোকসান থেকে মুনাফায় ফিরেছে। 

তৃতীয় প্রান্তিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা, আগের বছর একই সময় লোকসান হয়েছিল ৪ টাকা ৮১ পয়সা।

গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ও সর্বোচ্চ ১৮২ টাকা ৭০ পয়সা থেকে ২৮৮ টাকার মধ্যে ওঠানামা করেছে।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!