• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ডিএসইতে সাড়ে ১০ বছরের সর্বোচ্চ লেনদেন


নিজস্ব প্রতিবেদক জুন ৬, ২০২১, ০৪:১১ পিএম
ডিএসইতে সাড়ে ১০ বছরের সর্বোচ্চ লেনদেন

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে ১০ বছরের পর সর্বোচ্চ লেনদেন। আজ ডিএসইতে ২ হাজার ৬৬৯ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। 

রোববার (৬ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইসির ওয়েব সাইট পর্যালোচনা করে এই তথ্য জানা যায়। 

এর আগে চলতি বছরে ৫ জানুয়ারি সর্বোচ্চ লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৬ কোটি টাকা, ২৮ জুন ২০২০ সালে লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৩ কোটি টাকা। 

দেশের প্রধান পুঁজিবাজারের ইতিহাসে সবশেষ ২০১০ সালে ৬ ডিসেম্বর ২ হাজার ৭১০ কোটি টাকা লেনদেন হয়েছে। তার ঠিক আগের দিন অর্থাৎ ৫ ডিসেম্বর ২০১০ সালে ডিএসইতে সর্বোকালে সেরা লেনদেন হয়েছে ৩ হাজার ২৪৯ কোটি টাকা লেনদেন হয়েছিল যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আজকের লেনদেন ২০১০ সালের মহাধসের পর পুঁজিবাজারে এক দিনে এটি লেনদেনের নতুন রেকর্ড। তবু বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস নেই। কারণ, ব্যাংক, বিমায় বড় দরপতন। 

২০১০ সালে মহাধসের আগে ৫ জানুয়ারি লেনদেন হয়েছেল ২ হাজার ৭১০ কোটি টাকা। তবে লেনদেন সর্বকালের সর্বোচ্চ উচ্চতা প্রায় ছুঁয়ে ফেলার দিনটিতে বিক্রয় চাপে সূচকের পতনের কারণে বিনিয়োগকারীরা খুব একটা স্বস্তিতে নেই। পুঁজিবাজারে দরপতনে লেনদেন বৃদ্ধির ইঙ্গিত বেশির ভাগ ক্ষেত্রেই সুখকর হয় না। ধারণা করা হয়, বড় অঙ্কের বিক্রয় চাপে এটা ঘটে থাকে।

গত সপ্তাহে পুঁজিবাজার ছয় হাজার পয়েন্টের মাইলফলক ছাড়ানোর পর সেখানে টিকে থাকতে বেশ কষ্ট হয়েছে। ওঠানামার মধ্যে ব্যাংকের দরপতনের পরও বিমা খাতে অবিশ্বাস্য উত্থানে সপ্তাহের শেষ দুটি কর্মদিবসে সূচক ছয় হাজার পয়েন্টের ওপরেই থাকে।

এর মধ্যে পুঁজিবাজারে অবণ্টিত লভ্যাংশ দিয়ে ২১ হাজার কোটি টাকার একটি তহবিল চূড়ান্ত হওয়ার খবর আসে গণমাধ্যমে। তবে রোববার লেনদেনের শুরু থেকেই ওঠানামার মধ্যে থাকে সূচক। দিন শেষে আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট কমে শেষ হয় লেনদেন।

এদিন দর বেড়েছে ১৪৫টি শেয়ারের, দর হারিয়েছে ২০১টি। আর অপরিবর্তিত ছিল ২০টির দর।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!