• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সূচকের বড় পতনে লেনদেন চলছে


নিজস্ব প্রতিবেদক জুন ১৪, ২০২১, ১২:৩৫ পিএম
সূচকের বড় পতনে লেনদেন চলছে

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের বড় পতনে লেনদেন চলছে।

সোমবার (১৪ জুন) বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত ডিএসই ওয়েবসাইটে এ চিত্র দেখা গেছে।

ডিএসই'র প্রধান সূচক এসময় ৪৫ দশমিক ৩৮ পয়েন্ট কমে ৫ হাজার ৯শ’ ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ২৮৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। 
 
এসময় ৩৭২ কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ৭২টির ও কমেছে ২৭৭টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। 

আলোচ্য সময়ে টাকার অংকে ডিএসইতে ৯৯৮ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!