ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক বাড়লেও লেনদেনের পরিমান কমেছে। এদিন বেড়েছে বেশির ভাগ কোম্পানির শোয়ার দর।
বৃহস্পতিবার (১৭ জুন) সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ০৫২ পয়েন্ট দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১২৯০ ও ডিএস৩০ সূচক শূন্য দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৯৭তে।
আজ লেনদেন হওয়া ৩৭২ কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টি, কমেছে ২৩৭টি আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দিন শেষে ডিএসইতে ১ হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১০৯ কোটি ৬৮ লাখ ৭২ হাজার টাকার লেনদেন হয়েছে।
সোনালীনিউজ/আরএইচ
আপনার মতামত লিখুন :