• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ফ্লোর প্রাইসহীন লেনদেনে আজও শেয়ারবাজারে উত্থান


নিজস্ব প্রতিবেদক জুন ২১, ২০২১, ০৪:০২ পিএম
ফ্লোর প্রাইসহীন লেনদেনে আজও শেয়ারবাজারে উত্থান

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। যদিও ফ্লোর প্রাইস না থাকায় শেয়ারবাজারে কিছুটা ধাক্কা লাগবে বলে ধারনা করা হয়েছিলো। তবে আজও স্বাভাবিক গতিতেই লেনদেন শেষ হয়। পাশাপাশি এদিন বেড়েছে লেনদেরর পরিমানও। এর আগে ফ্লোর প্রাইসহীন প্রথম কার্যদিবস রোববারও উর্ধ্বমূখী গতিতেই লেনদেন শেষ হয়।

সোমবার (২১ জুন) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তৃতীয় পর্যায়ে শেয়ারবাজারের সব কোম্পানির ফ্লোর প্রাইস বাতিল করে। ফলে গতকাল রোববার ও আজ সোমবার ফ্লোর প্রাইসহীন লেনদনে হয়েছে।

ডিএসইর ওয়েব সাইট থেকে স্কীনশর্ট

আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১২৫ পয়েন্ট দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৭২ কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।

আলোচ্য দিনটিতে ডিএসইতে ২ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন হয়েছিলো।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!