• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ডিএসইতে মিশ্র প্রবণতায় লেনদেন চলছে


নিজস্ব প্রতিনিধি জুন ২৩, ২০২১, ১১:১৪ এএম
ডিএসইতে মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

ছবি : সংগৃহীত

ঢাকা : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেড়েছে বেশির ভাগ কোম্পানির শোয়ার দর।

বুধবার (২৩ জুন)  ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৬ হাজার ১০৪ পয়েন্ট দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে  ১৩০৮ ও ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২০৭তে।

আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৪টি, কমেছে ১৪০টি আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের।

এদিকে আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে টাকার অংকে ৫৭৬ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

এর আগে গতকাল ডিএসইতে ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন হয়েছিলো।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!