• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

লকডাউনে শেয়ারবাজারে লেনদেন সপ্তাহে ৪ দিন 


নিজস্ব প্রতিবেদক জুন ৩০, ২০২১, ০৪:৫৬ পিএম
লকডাউনে শেয়ারবাজারে লেনদেন সপ্তাহে ৪ দিন 

ফাইল ফটো

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ৭ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময় ব্যাংকিং কার্যক্রম ও লেনদেনের জন্য সপ্তাহে ৫ দিনের পরিবর্তে ৪ দিন সময় নির্ধারণ করছে কেন্দ্রীয় ব্যাংক। আর লেনদেনর জন্য সকাল ১০ টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে দেশের শেয়ারবাজারেও নতুন করে লেনদেন সময় নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার থেকে সপ্তাহে চারদিন ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন হবে শেয়ারবাজারে। 

বুধবার (৩০ জুন) বিএসইসির মুখপাত্র রেজাউল করিম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে, ১ জুলাই বৃহস্পতিবার জুন ক্লোজিংয়ের কারণে ব্যাংক হলিডে থাকায় শেয়ারবাজারও বন্ধ থাকবে।

গত বছর করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার লকডাউন আরোপ করলে প্রায় দেড় মাস বন্ধ রাখা হয় শেয়ারবাজারের লেনদেন। এরপর কয়েক দফায় লকডাউন ঘোষণা করা হলেও ব্যাংকের সঙ্গে তাল মিলিয়ে চালু রাখা হয় শেয়ারবাজারের লেনদেনও।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!