• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

প্রাণ এগ্রোর ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন 


নিজস্ব প্রতিবেদক জুলাই ৭, ২০২১, ০৪:৩৩ পিএম
প্রাণ এগ্রোর ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন 

ফাইল ফটো

ঢাকা: শেয়ারাবাজারে তালিকাভূক্তর প্রাণ এগ্রো লিমিটেড এর দেড়শ’ কোটি টাকার (নন কনভার্টেবল, আনসিকিউরিড, কুপন বিরিং গ্রীন) বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বুধবার (৭ জুলাই) বিএসইসির ৭৮১তম কমিশন সভায় চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়ার উল-ইসলাম এর সভাপতিত্বে এই বন্ড অনুমোদন করা হয়।

এই বন্ডের প্রতি ইউনিট/লটের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা।

বন্ডটির কুপন হার ৯ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্সুইরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ফান্ড ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরপেশনসহ অন্যান্য যোগ্য আনিযোগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমমেন্টর মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে প্রাণ এগ্রো লিমিটেড পরিবেশের ভারসাম্য বজায় রেখে কোম্পানির তারল্য ও মূলধনের ভিত্তি শক্তিমালী করবে।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এরেঞ্জার হিসাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাজ করছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!