• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সূচকের উত্থানে লেনদেন শেষ


নিজস্ব প্রতিবেদক জুলাই ৮, ২০২১, ০৪:০১ পিএম
সূচকের উত্থানে লেনদেন শেষ

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চুতুর্থ ও শেষ কার্যদিবসে উভয় সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

বৃহস্পতিবার (৮ জুলাই) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৫ দশমিক ৫৫ বা শূন্য দশমিক ৫৭ শতাংশ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১২ দশমিক ৭৬ পয়েন্ট দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১৩৪১ বা ১ দশমিক শূন্য ৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ বা শূন্য দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ২২৪৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন লেনদেন হওয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯১টি, কমেছে ১৫৫টি আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

আলোচ্য দিনটিতে ডিএসইতে ২ লাখ ৫৫ হাজার ১২৫ বারে ৫১ কোটি ১১ লাখ ৭০ হাজার ৮৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার ফলে ১ হাজার ৪৯১ কোটি ৯১ লাখ ৫ হাজার টাকার লেনদেন হয়েছে। 

এর আগে গত কার্যদিবস বুধবার এ লেনদেন হয়েছিলো ১ হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ ৫১ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!