• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

শাহ্জালাল ব্যাংক সিকিউরিটিজের এজিএম অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক জুলাই ৮, ২০২১, ১১:০১ পিএম
শাহ্জালাল ব্যাংক সিকিউরিটিজের এজিএম অনুষ্ঠিত

ঢাকা : শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার (৭ জুলাই) ভার্চ্যুয়াল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) এ সভা অনুষ্ঠিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন।

সভায় গত বছরের সকল আর্থিক লেনদেন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের পরিচালকবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, এ কে আজাদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. হারুন মিয়া, মিসেস তাহেরা ফারুক, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী, ব্যাংকের কোম্পানী সচিব মো. আবুল বাশার, সিএফও মো. জাফর সাদেক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের সিইও মো. আনোয়ার হোসেন এবং অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চ্যুয়াল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অনুষ্ঠিত উক্ত এজিএম এ অংশগ্রহণ করেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!