• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
সাপ্তাহিক শেয়ারবাজার

কঠোর লকডাউনেও মূলধন বেড়েছে ৩ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিনিধি জুলাই ১০, ২০২১, ১২:০৩ পিএম
কঠোর লকডাউনেও মূলধন বেড়েছে ৩ হাজার কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা: চলমান করোনা মহামারীর লাগাম টানতে সরকারের জারি করা কঠোর লকডাউনের মধ্যেও গত সপ্তাহে সীমিত পরিসরে লেনদেন চলে দেশের উভয় শেয়ারবাজারে। ঢাকা ষ্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের সঙ্গে বাজার মূলধন বেড়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।  

বিদায়ী সপ্তাহের বাজার বিশ্লেষণ করে দেখা যায়, গত সপ্তাহে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটি ১৩ লাখ ৩ হাজার ৮২৯ টাকা। যা সপ্তাহজুড়ে লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ১৮২ কোটি ১৮ লাখ ৬৫৯ টাকা। অর্থাৎ সপ্তাহ শেষে চার কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৯০০ কোটি ৪ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা বা দশমিক ৫৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২ দশমিক ২৯ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১২ দশমিক ৭৭ পয়েন্টে, যা আগের সপ্তাহ শেষে ছিল ৬ হাজার ১৫০ দশমিক ৪৮ পয়েন্টে।

বাজার মূলধনের সঙ্গে গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে মোট লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে চার কার্যদিবসে ডিএসইর মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৩৮৮ টাকা। যেখানে তার আগের সপ্তাহে চার কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ হাজার ৬২৪ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৬৩৩ টাকা। সে হিসাবে টাকার অংকে ডিএসইর মোট লেনদেন বেড়েছে ৭৮৬ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৭৫৫ টাকা বা ১৩ দশমিক ৯৭ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৩০টির, কমেছে ১৩৬টির, অপরিবর্তিত রয়েছে ১০টির আর লেনদেন হয়নি ৪টির।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৪ লাখ ৩৮ হাজার ৪২৫ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা। যা সপ্তাহজুড়ে লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ১১ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহ শেষে চার কার্যদিবসে সিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৫৮৫ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা বা দশমিক ৫৯ শতাংশ।

সোনালীনিউজ/এলএ

Wordbridge School
Link copied!