ঢাকা: দেশের প্রধান শেয়ারবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা ৩দিন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর।
সোমবার (১২ জুলাই) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর প্রধান সূচক এদিন ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৩৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২২৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এসময় লেনদেন হওয়া ৩৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৯টি, কমেছে ১৮৬টি আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।
আলোচ্য সময়ে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ ৯৪ হাজার টাকা।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :