• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন


নিজস্ব প্রতিনিধি জুলাই ১৪, ২০২১, ০৪:১৪ পিএম
সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন

ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন কিছুটা কমেছে কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর।

সোমবার (১৪ জুলাই) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর প্রধান সূচক এদিন ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক শূন্য দশমিক ৯৯ পয়েন্ট কমে ১৩৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ২২৭৪ পয়েন্টে অবস্থান করছে।

এসময় লেনদেন হওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৬টি, কমেছে ১৭৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

আলোচ্য সময়ে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!