ঢাকা : দেশের প্রধান শেয়ারবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চুতুর্থ ও শেষ কার্যদিবসে উভয় সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
বৃহস্পতিবার (১৫ জুলাই) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৭ পয়েন্ট দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ৬ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন লেনদেন হওয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৭০টি, কমেছে ৭৯টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।
আলোচ্য দিনটিতে ডিএসইতে ২ লাখ ৮০ হাজার ৩২৩ বারে ৬৭ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার ৭৯৭ টি শেয়ার লেনদেন হয়েছে। যার ফলে ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার টাকার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস বুধবার থেকে লেনদেন বেড়েছে ১৪০ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার টাকা।
এর আগে গত কার্যদিবস বুধবার এ লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৪৮ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকা।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :