• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

পাবনায় কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিনিধি জুলাই ১৫, ২০২১, ০৫:৩৬ পিএম
পাবনায় কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

প্রতিনিধি

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৪ জুলাই) ব্যাংকের পাবনা শাখা ৫ শতাধিক কর্মহীন ও অসহায় পরিবাকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবার-কে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ এবং সাবান বিতরণ করা হয়েছে। পাবনা জেলা প্রশাসকের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় উক্ত ত্রাণ সামগ্রী অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে। 

উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ মোঃ মোশারফ হোসেন, পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার খাইরুজ তাছনীন ও তারানা আক্তার লাবনী, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মোখলেসুর রহমান এবং ব্যাংকের পাবনা শাখার ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!