• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০২১, ০২:০৯ পিএম
হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ফাইল ফটো

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পূর্বের ন্যায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার (২৫ জুলাই) সকালে ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্যদিয়ে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল আজহা উৎযাপন উপলক্ষে গত ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হয়। ঈদের ছুটি শেষে আজ সকাল থেকে আবারো বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ঈদের ছুটি শেষে আজ থেকে আবার স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে। করোনার কারণে খুব দ্রুত পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য পানামা পোর্ট কাজ করে যাচ্ছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!