• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

খুলনায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিনিধি জুলাই ২৮, ২০২১, ০২:০১ পিএম
খুলনায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

প্রতিনিধি

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সিএসআর কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি খুলনা শহরের ১৫নং, ১৮নং, ১৯নং, ২০নং ওয়ার্ড এবং খুলনা সদর ও রূপসা এলাকায় বসবাসরত কর্মহীন শ্রমজীবীও অসহায় মানুষদের সহায়তার জন্য ১,০০০ (এক হাজার) বস্তা ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে।

ত্রাণসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ এবং সাবান বিতরণ করা হয়েছে। উক্ত ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্যানেল মেয়র শেখ মো. গাওসুল আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। 

এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক চৌধুরী ফিরোজ হাসান এবং খুলনা সিটি কর্পোরেশনের ১৫নং, ১৯নং ও ২০নং ওয়ার্ডের কমিশনারগণসহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!