• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

৬শ’ কোটি টাকার বন্ড ছাড়বে ওয়ান ব্যাংক


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৯, ২০২১, ০১:২৭ পিএম
৬শ’ কোটি টাকার বন্ড ছাড়বে ওয়ান ব্যাংক

ফাইল ফটো

ঢাকা: ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যু করে ৬০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্যাংকটি ফ্লোটিং রেটে ৬০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। সাত বছর মেয়াদি এ বন্ডটি ব্যাসেল থ্রি’র শর্ত পূরণসাপেক্ষে টায়ার টু’র অধীনে মূলধন বৃদ্ধির জন্য ইস্যু করা হবে। 

বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ মূলধন হিসেবে ব্যবহৃত হবে। যা প্রতিষ্ঠানটির বিনিয়োগ ও লোন পোর্টফোলিও বৃদ্ধিতে সহায়তা করবে। 

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!