• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সূচকের উত্থানে বেড়েছে লেনদেনও


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৯, ২০২১, ০২:০৯ পিএম
সূচকের উত্থানে বেড়েছে লেনদেনও

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে সূচকের উত্থান হয়েছে। এদিন স্টক এক্সচেঞ্জটির সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। তবে এদিন কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪২৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩২৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, দর কমেছে ১৬৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।

আলোচ্য দিনটিতে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে এক হাজার ৫২১ কোটি ৩১ লাখ ১ হাজার টাকা। গত কার্যদিবস বুধবার এই লেনদেন হয়েছিলো এক হাজার ৩৬০ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকা। সে হিসেবে এক কার্যদিবসের ব্যবধানে স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে ১৬০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!