• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

এক মাস ১০ দিন পর ২ হাজার কোটি টাকার ঘরে লেনদেন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২১, ০২:৩২ পিএম
এক মাস ১০ দিন পর ২ হাজার কোটি টাকার ঘরে লেনদেন

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন স্টক এক্সচেঞ্জটির প্রধান সূচক ৫৬ পয়েন্ট বেড়ে নতুন উচ্চতায় পৌঁছানোর রেকর্ড গড়লো। পাশাপাশি এদিন ডিএসইতে গত এক মাস ১০ দিন পর লেনদেন ২ হাজার কোটি টাকার ঘরে পৌঁছানোর রেকর্ড গড়েছে। আজ বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দরও বেড়েছে।

সোমবার (১ আগস্ট) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮১ পয়েন্টে। যা সূচকটির এখন পর্যন্ত সর্বোচ্চ অবস্থান। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৪৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩২টির, দর কমেছে ১১৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।

আলোচ্য দিনটিতে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে দুই হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার টাকা। যা প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে জুন মাসের ১০ তারিখ আজকের থেকে বেশি ২ হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছিলো। আর এক মাস ১০ দিন আগে জুন মাসের ২৩ তারিখ সর্বশেষ ২ হাজার কোটি টাকার ঘরে লেনদেন হয় স্টক এক্সচেঞ্জটিতে। ওইদিন লেনদেন হয়েছিলো ২ হাজার ৩০ কোটি ৩ লাখ ৬৭ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!