• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সূচকের উত্থানে লেনদেন চলছে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২১, ১২:১৩ পিএম
সূচকের উত্থানে লেনদেন চলছে

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন দুপুর ১২টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জটির প্রধান সূচক ৪৮ পয়েন্ট বেড়ে নতুন উচ্চতার পথে হেঁটে চলছে। পাশাপাশি এ সময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটির বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩০ পয়েন্টে। যা সূচকটির এখন পর্যন্ত সর্বোচ্চ অবস্থান। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৫৯ পয়েন্টে।

এসময় পর্যন্ত ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, দর কমেছে ১৪১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির।

আলোচ্য সময়ে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে এক হাজার ২৭৫ কোটি ৯৭ লাখ টাকার বেশি।

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট পর্যন্ত শেয়ারবাজারে ২টা পর্যন্ত লেনদেন চলবে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!