• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

৬ কার্যদিবস পর পতনের দিন দেখলো বিনিয়োগকারীরা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২১, ০২:৪৯ পিএম
৬ কার্যদিবস পর পতনের দিন দেখলো বিনিয়োগকারীরা

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টানা ছয় কার্যদিবস পর সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সূচকের পতন হওয়ার পাশাপাশিস্টক এক্সচেঞ্জটিতে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। 

ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬১৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৩৮৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, দর কমেছে ২২৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির।

আলোচ্য দিনটিতে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে দুই হাজার ৮৩১ কোটি ২৮ লাখ টাকার বেশি। এদিকে গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিলো দুই হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার টাকা। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!