• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

৩৭৮ প্রতিষ্ঠানের মধ্যে সাড়ে ৭ শতাংশ লেনদেনই বেক্সিমকোর


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০২১, ০৩:১৫ পিএম
৩৭৮ প্রতিষ্ঠানের মধ্যে সাড়ে ৭ শতাংশ লেনদেনই বেক্সিমকোর

ফাইল ফটো

ঢাকা: সদ্য বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। বিদায়ী সপ্তাহজুড়ে (৪ কার্যদিবসে) স্টক একচেঞ্জটিতে মোট টাকার অংকে লেনদেন হয়েছে ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ ৬৮ হাজার টাকার। এর প্রায় সাড়ে ৭ শতাংশই ছিলো বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের অবদান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহজুড়ে বেক্সিমকোর ৭ কোটি ৭১ লাখ ৮৮ হাজার ৬৮৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭৯ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার টাকা। এই পরিমাণ সপ্তাহজুড়ে ডিএসইসির মোট লেনদেনের ৭ দশমিক ৩২ শতাংশ।

আইএফআইসি ব্যাংক লিমিটেড গেলো সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ৩.১৮ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটি লেনদেনের পরিমাণ ছিল ৩৩৯ কোটি ৬ লাখ ৯১ হাজার টাকা। 

গেলো সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ২১৯ কোটি ২২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ২.০৬ শতাংশ ভূমিকা রেখেছে। 

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  ওরিয়ন ফার্মার ২৩১ কোটি ৫২ লাখ ৩৯ হাজার টাকার, লাফার্জ হোলসিমের  ১৯২ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৯১ কোটি ৫১ লাখ ৯৪ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৪৩ কোটি ১৬ লাখ ১৮ হাজার টাকার, এ্যাপোলো ইস্পাতের ১৪১ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১৩৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার ও ইসলামিক ফাইন্যান্সের ১২৯ কোটি ২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!