• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

ডিএসইর প্রধান সূচক ৬৯০০ পয়েন্ট ছাড়াল


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০২১, ০৩:১৬ পিএম
ডিএসইর প্রধান সূচক ৬৯০০ পয়েন্ট ছাড়াল

ফাইল ফটো

ঢাকা: দেশের পধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। 

বুধবার (১ সেপ্টেম্বর) ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনেদেনও বেড়েছে।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯১৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২ হাজার ৪৭৪ ও ১ হাজার ৪৯৫ পয়েন্টে।
 
বুধবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, দর কমেছে ১৪৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।

ডিএসইতে আজ ২ হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১৭ কোটি ২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৪৯ কোটি ৩৪ লাখ টাকার।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!