• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শাহজালাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ৫, ২০২১, ০৫:৪০ পিএম
শাহজালাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ফাইল ছবি

ঢাকা; শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি  শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটির আনসিকিউরড, কনটেইনজেন্ট-কনভার্টেবল, ফুল পেইড আপ, নন-কিউমুলিটিভ, বেসেল-III, কম্পেলেইন্ট পারপিচুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) বিএসইসির ৭৯০তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য হবে ৫ হাজার টাকা।

জানা গেছে, বন্ডটির কুপন হার ৬ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুার মাধ্যমে অর্থ উত্তোলন করে শাহজালাল ইসলামী ব্যাংক এর এডিশনাল টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে।

প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে এই বন্ডের নূন্যতম সাবস্ক্রিপশন হবে ৫ কোটি টাকা এবং পাবলিক অফারের জন্য সাবস্ক্রিপশন হবে ৫ হাজার টাকা। 

এই বন্ডের ট্রাস্টি হিসেবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!