ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ সবগুলো মূল্য সূচকের পতনে লেনদেন হয়েছে। পাশাপাশি রোববার (১৯ সেপ্টেম্বর) ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
রোববার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৯১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২৬৫৫ ও ১৫৬৬ পয়েন্টে।
আজ ডিএসইতে ২ হাজার ৩৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের থেকে ১৩৭ কোটি ৫৪ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭১ কোটি ৩১ লাখ টাকার।
রোববার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, দর কমেছে ২৪৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৬৩ পয়েন্ট কমে ২০ হাজার ৯৭৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :