• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২১, ০৩:৪০ পিএম
সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

সংগৃহীত ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারে সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি এ গতকালের থেকে টাকার পরিমাণে লেনদেন বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭২৫৯ পয়েন্টে। আর ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে দাড়িঁয়েছে ১৫৮৭ এবং ২৬৮৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ১ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ১ হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১২৫ কোটি ৮২ লাখ টাকা।

ডিএসইতে আলোচ্য দিনটিতে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২২৪টির বা ৫৯.৫৭ শতাংশের, দর কমেছে ১১৭টির বা ৩১.১২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ৯.৩১ শতাংশের দর।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!